"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
আগুনের পরশমণি তুমি। তুমি আমাকে জীবন দিয়ে দিয়ে জীবিত করে দিয়েছ। কবিতাগুলো বিভিন্ন সময়ে লেখা। জীবনের ঘটনাচক্রে তোমার সাথে মিলে মিশে গেছে আমার জীবনের প্রবাহ। তোমাকে ভালোবাসি, ভালোবাসি, এবং ভালোবাসি। আমি তোমাকে নিয়ে নিয়ে নিয়ে অনেক দূর চলে যাব।
ইংরেজি সাহিত্য, শিক্ষা বিজ্ঞান ও প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করলেও কবি চিরকাল কবিতা, গল্প, উপন্যাস, নাটক, ছড়া, প্রবন্ধ, আবৃত্তি, ছোটগল্প, সায়েন্স ফিকশন, রহস্য উপন্যাস, কিশোরকাহিনী, মুক্তিযুদ্ধ চর্চা, গবেষণা ইত্যাদি ভালোবেসেছেন। এসব নিয়ে তিনি জেগে থাকতে চেয়েছেন জীবনব্যাপী। পেশাগত জীবনে তিনি একজন উন্নয়নকর্মী ও শিক্ষা গবেষক। ছোট এই জীবনে তিনি পৃথিবীর আলোকে হাঁটতে চান বিলয় অবধি।