‘প্ল্যাটফর্ম নাম্বার আট’ এই শিরোনামে প্রকাশিত এই বইটি পিকু এবং ভারতী বন্দ্যোপাধ্যায়-এর কিছু ছোট গল্প নিয়ে সংকলিত। প্রকৃত অর্থে একজন ভোজন রসিক যখন ভোজন করতে বসেন, তখন তিনি যেমন একে একে নানা পদ, বিভিন্ন স্বাদে কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি, হয়তোবা আংশিক তেতো, সমস্ত কিছুই চাখেন, পরখ করেন। স্বাদে পুলকিত হন, এই বইয়ে যে আটটি গল্প রয়েছে আমার বিশ্বাস এই গল্পগুলিও তেমনি আপনাদেরকে ক্ষণে ক্ষণে পুলকিত করবে। গল্পগুলি পাঠকদের যদি নির্মল আনন্দ দিতে সহায়ক হয় তবে এই প্রচেষ্টা সার্থক বলে মনে করব।