Share this book with your friends

Ebar Cholo Paltai / এবার চলো পাল্টাই

Author Name: Manabendu Samajpati | Format: Hardcover | Genre : Literature & Fiction | Other Details

জীবনের  চলার  পথের  আশেপাশে  আমাদের  অজান্তে  অনেক  কিছু  ঘটে  চলে । সব  খবর  আমাদের  কাছে  পৌঁছয়  না । মান আর  হুঁশ  নিয়েই  মানুষ ।  মানবিকতার  অভাব  আর  মানসিকতার  অশনি  সঙ্কেত  কিছু জীবনকে  যেন  ঘন  কালো  মেঘের আড়ালে  ঢেকে  দেয় । এইসব  মানুষেরা  সমাজের  কাছে  যেন  হয়ে  ওঠে  এক  বিভীষিকার  মত । এরা  জীবনে  সবকিছু  হারায় আর  সত্যের  পথে  অবিচলভাবে  এগিয়ে  চলা  মানুষজনকে  আঘাতে  আঘাতে  জর্জরিত  করতে  চায় । এই  লড়াইয়ে  কে জিতবে  তার  উপরই   স্থির  হবে  জীবন  নদীর  ঢেউয়ের  ওঠা  পড়া  আর  জোয়ার  ভাটার  টানাপড়েন ।  চলার  পথের  নানা ঘটনা  সেই   কথাটাই  যেন  চোখে  আঙ্গুল  দিয়ে  বুঝিয়ে  দেয় ।   

এই  সত্যটাই  গল্পের  পরতে  পরতে  ফুটে  উঠেছে । পাঁচজন  নারী, বিভিন্ন  বয়সের  এবং  সমাজের  বিভিন্ন  স্তরের, কিভাবে  সরল এবং  সত্যের  পথে  চলতে  গিয়ে  অন্যায়  আর  অবিচারের  তীক্ষ্ণ  কাঁটার  ঘায়ে  বারবার  জর্জ্জরিত  হয়েছে । জীবনে  কে   কি দিয়েছে  তার   হিসাব  না  করে, ক্ষমতা  অনুযায়ী  অন্যদের  জন্য  সাহায্যের  হাত  বাড়িয়েছে । অন্যায়ের  সঙ্গে  আপসের  রাস্তায় হাঁটে  নি । অন্যায়  আর  অবিচারের  কালো  মেঘ  ছড়িয়ে  যারা   সমাজজীবনের  কণ্ঠ  রোধ  করতে  পিছপা  হয়নি, শত  শত পরিবারকে  যেন  সুনামির  তোড়ে ভাসাতে  চেয়েছে , তাদের  এরা  কক্ষনও  ক্ষমা  করে  নি । নিজেরা  শত  আঘাত  সহ্য  করেও, জীবন  সংশয়ের  মুখে  দাঁড়িয়েও  এদের  বিরুদ্ধে  লড়াই  করে  গেছে ।  সমাজকে  সচ্ছল  এবং  কলুষমুক্ত   রাখার  জন্য  এরা যেন  আগামী  প্রজন্মের  কাছে  প্রতিজ্ঞাবদ্ধ । এদের  এই  একাগ্র   সংগ্রাম  সমাজের  প্রতিটি  লোককে  জাগ্রত  করবে  এবং সমাজকে  সঙ্গবদ্ধ ভাবে  এক  আলোকজ্বল  ভবিষ্যতের  দিকে  এগিয়ে  নিয়ে  যাবে  এটাই  তাদের  একান্ত  বিশ্বাস ।

Read More...
Hardcover
Hardcover 305

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

মানবেন্দু সমাজপতি

লেখক   ফাইনান্সিয়াল  ম্যানেজমেন্ট  এবং কোম্পানির  আর্থিক  হিসাব  নিকাশ  সংক্রান্ত  প্রফেশনের  সঙ্গে  বরাবর  নিবিড়ভাবে যুক্ত । কয়েকটি  প্রতিষ্ঠিত  ব্যবসায়িক  প্রতিষ্ঠানের  সঙ্গে  কর্মসূত্রে  যুক্ত  ছিলেন এবং  ডাইরেক্টর  ফাইনান্স  হিসাবে  সর্বোচ্চ  বোর্ডের সদস্য  হিসাবে  কাজ  করেছেন  প্রায়  দেড়যুগ  ধরে । অবসরের  সময়  বোর্ডের  চেয়ারম্যান  হিসাবেও  কাজ  করেছেন । কর্মক্ষেত্র ছড়িয়ে  ছিল  ভারতবর্ষের  অনেকখানি  জুড়ে  তাই  কর্মসূত্রে  অনেক  জায়গায়  ঘোরাঘুরি  এবং  কাছ  থেকে  জানার  সুযোগ ।বিদেশেও  অনেক  দেশ  ঘোরার   এবং  কাছ  থেকে  তাদের  সম্বন্ধে  জানার  সুযোগ  হয়েছে । মানুষ  এবং সমাজের   বিষয়ে  নানা রকম  অভিজ্ঞতায়  ভরা  ঝুলি  তাঁকে  অবশেষে  কলম  ধরতে  বাধ্য  করে । এর  পরে  আরও  একটি  বই , ছোট  গল্প  এবং  কবিতা সংকলন , প্রকাশের  ইচ্ছা  থাকল ।

Read More...

Achievements

+2 more
View All