যে ভাবনা, যে বোধ কখনো পুরনো হয় না তা হলো দেশাত্মবোধ। দেশকে ভালোবাসার কম-বেশি অনুরাগ আমাদের একেবারে মজ্জাগত। প্রত্যেকেই আমরা নিজের মতো করে বলি - এ মাটি আমার মাটি! তাই প্রত্যেকের কাছেই মাতৃভূমি একটা অত্যন্ত আকর্ষণের বিষয়।
আধুনিক প্রজন্ম এই কবিতা পাঠের পরে যদি দেশ, ভাষা এবং আমাদের বিশিষ্ট মনিষীদের সঙ্গে আরো নিবিড় যোগাযোগের বন্ধন তৈরি করতে পারে তাহলেই আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব।