উত্তর আধুনিক কালের সমকালীন কিছু সাহিত্যিকদের লেখা ছোট গল্পের সমাহার এই পুস্তক খানি। আমাদের তরফে আগামী দিনে যে সমস্ত অখ্যাতনামা সাহিত্যিকরা, বাংলা সাহিত্যে ভবিষ্যতে নিজেদের স্থান পাকা করে নিতে পারে বলে মনে হয়, তাদের লেখা কিছু সাহিত্য নিয়ে এই সংকলন। পরবর্তীতে আমরা আরো কিছু সংকলন নিয়ে আসবো যা হয়তো ভবিষ্যৎকালে এই সাহিত্যিকদের জন্য একটি বিশেষ মাইলস্টোন হিসাবে চিহ্নিত হবে।