এই উপন্যাসটির মধ্যে সমসাময়িক জীবনের কিছু ঘাত প্রতিঘাত তুলে ধরার চেষ্টা করেছি। গতিময় জীবনের পরতে পরতে মেঘ বৃষ্টি বজ্রের সহবাসে মানুষ যেমন অভ্যস্ত হয়ে পড়ে তেমনি সুখ দুঃখ অভিমানের, টানাপোড়েনে চলতে চলতে মানুষ স্বভাব বশত ভুল করে। ভুল বোঝাবুঝি ও বোঝাপড়ার অসংগতি মূল্যবোধ গুলোকে অতিরঞ্জিত করে তোলে। কারণ বশত পারস্পরিক ব্যবধান ভিত্তিহীন হলেও তার প্রগাঢ়তার জীবনের এক একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে ছায়াপাত করে। আর সে ভুল যতক্ষণ না উপলব্ধি করা যায় ততক্ষণ পর্যন্ত সে ভুলের মাশুল অন্য কারো বোঝা হয়ে দাঁড়ায়। জীবনের ঘাত প্রতিঘাতের অংক কিছু কম নয়,কোনো এক বাঁকে গিয়ে হিসেব তলানিতে পৌঁছায়, দুঃখ ম্লান হয়ে ক্ষত স্থান ভরাট হয়। খেলা ভাঙার খেলায় ক্লান্ত পথিকেরও ভুল ভাঙে, আর সে ভাঙনের শব্দ বড়ো হৃদয় বিদারক, তার তীব্রতা গভীরতা কখনো কখনো অস্তিত্বকেও অতিক্রম করে যায়। আছড়ে পড়া ঢেউয়ে সমস্ত অতীত বর্তমানকে বাজি রেখে ক্ষান্ত হয়। তেমনি এক চলমান জীবনে ঘটে যাওয়া কিছু রঙ বেরঙের অভিব্যক্তি নিয়ে "মন বলাকা" উপন্যাসের অবতারণা।