পৃথিবী জুড়ে মানসিক বিকারের মাত্রা বাড়ছে। দেখা যাচ্ছে, প্রকৃতির সুশৃঙ্খল নিয়ম মানুষ গায়ের জোরে ভাঙতে গেলে বাধে গোলমাল। ইন্ধন আসে নানা দিক থেকে উচ্চাশা, রিরংসা, জিঘাংসা, প্রতি হিংসা, প্রতিযোগিতা আধিপত্য বোধ ইত্যাদি অসুস্থ মানসিক প্রবণতা থেকে। এক্ষেত্রে আধুনিক ধণতন্ত্র জাত ভোগবাদী সমাজের প্রভাব প্রবল। এমনি নানা মানসিক বিকার এর খন্ড খন্ড কাহিনীর মালা দিয়ে তৈরি এই উপন্যাসের শরীর। মূল সূত্র হিসেবে রয়েছে মানুষের অশুভ ইচ্ছাগুলো। সেই বাঁধনছাড়া খেয়াল