ফেব্রুয়ারি মাসের মুদ্রণ সংখ্যা হিসেবে প্রেম সংখ্যা প্রকাশিত হল। গত বছরও প্রকাশিত হয়েছিল প্রেম সংখ্যা, এবারও নেট ফড়িং এর লেখক-লেখিকাদের লেখা গল্প, কবিতা নিয়ে প্রকাশিত হল এই সংখ্যা। ফেব্রুয়ারি মাসের এক সপ্তাহ জুড়ে পালিত হয় প্রেমের সপ্তাহ। যদিও ভালোবাসার জন্য নির্দিষ্ট কোন দিনের দরকার হয় না। ভালোবাসার মানুষ পাশে থাকলে জীবনের প্রতিটি দিনই ভালোবাসা দিন। আসলে ভালোবাসা এমন এক অনুভূতি যা জোর করে কারো ওপর আসে না, আর যদি কারো জন্যে এই অনুভূতি তৈরি হয় তা জোর করে দূরও করা যায় না। আমাদের এই ছোট জীবনে প্রকৃত ভালোবাসার মানুষ পাওয়া বেশ কঠিন, তবে অসম্ভব নয়। ভালোবাসা মানে তো শুধু সুখের দিনে পাশে থাকা নয় দুঃখের দিনেও ভালোবাসার মানুষকে একইভাবে আগলে রাখা, ভালোবাসার মানুষের সবটুকু মেনে তাকে ভালোবাসা। সেই প্রকৃত ভালোবাসার মানুষকে পেলে কখনো হারানো উচিৎ নয়। এই ভালোবাসার পথচলায় ওঠা-নামা তো থাকবেই, সব সামলে নিয়েই চলতে হবে। নেট ফড়িং নিবেদিত এই প্রেম সংখ্যা সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের অনলাইন ও মুদ্রণ সংখ্যায় আরও কি কি চাইছেন জানাবেন সেটাও। নেট ফড়িং এর সমস্ত কর্মকাণ্ডে যেভাবে সবাই পাশে আছেন ঠিক একইরকমভাবে সকলকে পাশে চাই আগামী দিনেও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সৃজনে থাকুন।