দুই বন্ধু - অরিন্দম ও রূপঙ্কর। একই এপার্টমেন্টে থাকে। একই স্কুলে এবং একই শ্রেণীতে পড়াশোনা করে। দুজন দুজনেরই অন্তরঙ্গ বন্ধু, হরিহর আত্মা বলা যেতে পারে। অরিন্দম যেখানে নির্ভীক এবং ডাকা-বুকো ছেলে, রূপঙ্কর তার ঠিক উল্টো লাজুক এবং অন্তর্মুখী। ওদের বন্ধুত্বের সম্পর্কটা কখন প্রেমের ভালোবাসায় পরিণত হয়ে গেল, ওরা নিজেরাও টের পেল না। ভিতর-ভিতর ওদের সম্পর্কটা গাঢ় হলেও বাইরে কিছু টের পাওয়া গেলো না। একসাথে স্কুলে যাওয়া, টিউশন, মাঠে খেলাধুলো সব কিছুই ছিল স্বাভাবিক আর সব সহপা