রোদ রঞ্জন গল্পের পটভূমিকা আগাগোড়া প্রকৃতির সঙ্গে চলেছে আত্মিক যোগ যার মাধ্যমে গড়ে উঠেছে পাঠকের সাথে প্রকৃতির যোগসূত্র। এই মেল বন্ধন কে ঘিরে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে এক পরীক্ষা মূলক গবেষণার হাত ধরে ভ্রমণের স্বাদের সঙ্গে রহস্যে এবং রূপকথা মিলিয়ে মিশিয়ে এক নতুনত্বের গন্ধ মাখা এক উপন্যাস যাকে ঘিরে চলেছে গোয়েন্দা কাহিনীর সাত কাহন।
একাধিক বিষয়ের সমন্বয়ে উপস্থাপনা ছুঁয়ে গেছে মিষ্টি মধুর রূপকথার ছায়ায় লেখা গল্পগাঁথা। এমনি এক রহস্য গল্প যা আগাগোড়া বাংলা সাহিত্যের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্নধারায় সাক্ষ্য বহন করে। গোয়েন্দাগিরির গল্প যেখানে বেশিরভাগ কোন না কোন অপরাধমূলক ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয় এই গল্প সেই চিরাচরিত ধারা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ অন্যদিকে মোড় নিয়েছে।