এই পুস্তকটি শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য লিখিত তা নয় ৷ যে কোন বয়সের মানুষ, যারা নানা কারণে অঙ্ক শিখে উঠতে পারেননি তারা এই পুস্তকটি থেকে নতুন পদ্ধতিতে অঙ্ক শিখতে পারেন৷ শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক-অভিভাবিকা গণ বইটি থেকে প্রভূত উপকৃত হবেন এই বিষয়ে সন্দেহ নেই ৷ অঙ্কের চারটি স্তম্ভ - যোগ- বিয়োগ-গুণ-ভাগ অত্যন্ত সহজ পদ্ধতিতে শেখানো হয়েছে ৷ এছাড়াও সহজ পদ্ধতিতে বর্গমূল, লসাগু, গসাগু, ভগ্নাংশের এবং দশমিকের যোগ ,বিয়োগ, গুণ ও ভাগ শেখানো হয়েছে ৷ অঙ্ক প্রেমিদের বইটি অবশ্যই ভালো লাগবে। পাঠ্যসূচীর বই হিসাবে মূলতঃ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য লিখিত ৷ তবে আবারও বলছি যে কোন বয়সের বাংলা ভাষাভাষি মানুষ এই বই থেকে অঙ্ক শিখতে পারেন ৷ সকলকে অনুরোধ 'লেখকের নিবেদন ' এবং অন্যান্য লেখাগুলি ভাল করে পড়ে তারপর শিশুদের হাতে তুলে দিন।
Delete your review
Your review will be permanently removed from this book.