সতেরোটি অদ্ভুত ছোট গল্প নিয়ে এই বইটি রচিত যা অবিশ্বাস্য মনে হলেও সত্যি হতে পারে কারণ এই পৃথিবীতে অনেক ঘটনাই অবর্ণনীয়, যুক্তির বাইরে। এখানে কিছু এমন ভূতের গল্প আছে বাস্তব জীবনের ঘটনা দ্বারা অনুপ্রাণিত, যেমন: ‘সীমাহীন মহিলা’, 'মায়া নারী', 'নিজের খুনী-অনাবৃত' ও ‘বিপজ্জনক ভালোবাসা’। কিছু গল্প বিশ্বের অজানা রহস্য দ্বারা অনুপ্রাণিত, যেমন: 'ছায়া মেয়ে' {ডপেলগ্যাঞ্জার}, 'হিংস্র রক্ত' {হিউম্যান – ভ্যাম্পায়ার}, 'কার প্রণয়-লীলা?' {সোর্সরেস-ডাইনি}, 'টেলিপ্যাথি - অন্তরঙ্গতা' {টেলিপোর্টেশন}, 'অতীতে যাওয়া' {রেট্রোকগনিশন}, 'অকল্পনীয় তৃতীয়-চোখ' {ক্ল্যার্ভ্যান্স} এবং 'আত্মার আহবান' {প্ল্যানচেট}। এছাড়া আছে বিশুদ্ধ ভূতের গল্প, যেমন: 'অবিশ্বাস্য যমজ', 'ভাড়াটে খুনীর রহস্য' 'দুই ছায়ামূর্তি', ও 'অনন্তকাল থেকে প্রেম'। এরপর একেবারে অন্য ধরনের দুটি গল্প হল: 'মৃত স্বামীর অদ্ভুত পরীক্ষা' আর 'কেমন নব জন্ম?' যেটি এই সমগ্র কে আরো অবিশ্বাস্য করে তোলে। অনেক গল্পগুলিতে রোম্যান্সের অস্তিত্ব স্পষ্ট রয়েছে। প্রতিটি গল্পের মধ্যে অনন্য স্বাদ আছে সেগুলি পাঠকদের নিশ্চয়ই আনন্দ দেবে ।