১৯৮৫ সালের ২৫ শে মে দক্ষিণ ২৪ পরগনা জেলার বেহালার ঠাকুরপুকুরে জন্ম। যদিও বাল্যকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে স্থায়ী বাস। পিতা স্বর্গীয় প্রমথ রঞ্জন শিকদার, মাতা স্বর্গীয়া বিভা রানী শিকদার এবং স্ত্রী শ্রীমতী পুষ্পা শিকদার। ২০০৮ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস অনার্সে স্নাতক হওয়ার পরে একটি বানিজ্যিক সংস্থায় যোগদান। এরপর তিনি ২০১০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর হওয়ার পরে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি চাকুরিতে যোগদান করেন। বাল্যকাল থেকে সাহিত্য এবং খেলাধূলার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। তাই চাকুরির পাশাপাশি তিনি ২০১৫ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.পি.এডের প্রশিক্ষণ নিয়েছিলেন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা জেলা রেফারি সংঘের তিনি একজন রেফারি। সাহিত্য এবং খেলাধূলা বাদে তিনি মুদ্রা সংগ্রহ, বৃক্ষরোপণ, খাওয়া দাওয়া, ভ্রমণ এবং আড্ডা মারতে ভালোবাসেন। স্কুল ও কলেজের বার্ষিক পত্রিকায় কবিতা প্রকাশের ভেতর দিয়ে প্রথম পাঠকের দৃষ্টি আকর্ষণ করেন। তারপর থেকে একের পর এক পত্র পত্রিকায় তার লেখা স্থান পায়। তার লেখা ছড়া, কবিতা, অনুগল্প, গল্প, প্রবন্ধ প্রভৃতি যেসব পত্র পত্রিকায় বেরোয় সেগুলো হলো – দৈনিক স্টেটসম্যান, পুবের কলম, ভারতীয় বাংলা কাগজ, দুর্নিবার বাংলা, যুগশঙ্খ, সমাজশিক্ষা, তত্ত্বমসি, শিল্পনীড়, মাধুকরী, বর্ণালী, মহিলা মঙ্গল, যুগসাগ্নিক, রঙমিলান্তি, কলধ্বনি, সন্ধ্যা-প্রদীপ, দীসা সাহিত্য, মন্থন, বাংলা সাহিত্য, শারদভূমি প্রভৃতি। ছড়া বাহার, ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে, উপকথার মায়াজাল, অনুভূতির ক্যানভাসে, উতল হাওয়া, দেশ-বিদেশের কাব্যমালা, কবিতার আকাশ, শব্দের কথোপকথন, স্বপ্নচারিতা, কবিতার অরণ্য, শুভ্রা, বৃষ্টি ভেজা গল্পকথা, ভাবনার তরী, হৃদ মাঝারে, ঊর্মি, ছন্দের ডালি, ভালোবাসি, কবিতার জোৎস্না প্রভৃতি যৌথ ছড়া, গল্প এবং কাব্যগ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছে। একুশশতক প্রকাশনী থেকে ২০১০ সালের কোলকাতা বইমেলায় তার প্রথম একক কাব্যগ্রন্থ 'পুষ্পাঞ্জলি' প্রকাশিত হয়। এছাড়া তিনি মাধুকরী পত্রিকার কার্যকরী সম্পাদক। বিভিন্ন পত্র পত্রিকায় কবিতা, গল্প, প্রবন্ধ প্রভৃতি প্রকাশ কেবল নয়, প্রতি মুহূর্তে রোমান্টিক চেতনায় তিনি সর্বদাই প্রাণবন্ত থাকেন।
মোবাইল নং- 7003139866
হোয়াটস অ্যাপ নং- 9433156861