একটি ছোট্ট বাচ্চা জোজো। তার বাবা মা দুজনেই ক্রাইমব্রাঞ্চে কর্মরত। হিউম্যান ট্রাফিকিং-এর একটা গ্যাং কে ধরতে গিয়ে তার বাবা নিহত হন। মৃত্যুর পূর্ব মুহুর্তে কিছু সূত্র তিনি রেখে যান। তারপর ঘটনাক্রমে বাবারই মোবাইলের মেইল বক্সের মাধ্যমে জোজোর কাছে এসে পৌঁছায় কিছু অদ্ভুত মেইল যা তাকে এনে দাঁড় করায় এক অদ্ভুত রহস্যের মুখোমুখি। কিভাবে জোজো সেই রহস্যের জট ছাড়ায় তাই নিয়েই লেখা আগাগোড়া টানটান সাসপেন্স থ্রিলার -"ধাঁধা"