বইটিতে দুটি নাটক রয়েছে, একটি 'ব্রহ্মান্ড বিজয়' একটি ব্যঙ্গাত্মক এবং বিজ্ঞান কল্পকাহিনী, অন্যটি 'বুড়ো হ্যায় আকেজো' একটি সামাজিক নাটক যা বয়স্ক এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদের দুর্দশার কথা তুলে ধরে।
যোগেন্দ্র পাঠক ‘বিয়োগী’ ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগের রিটায়র্ড বিশিষ্ট বিজ্ঞানী। ইন্ডিয়ন নেশনল সাইন্স একাডেমী (INSA), দিল্লী আর ন্যাশনল একাডেমী অব সায়েন্সেস ইন্ডিয়া (NASI), এলাহাবাদের ফেলো। মৈথিলী ভাষায় জনপ্রিয় বিজ্ঞান লেখ, ভ্রমণ বর্ণনা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেন। এনার রচিত নাটক ‘বূঢ় ভেল বলায়’ ২০১৫ তে ও ‘রঙ্গভঙ্গ’ ২০১৬ তে কলকাতায় অভিনীত করেছিলেন ‘কোকিল মঞ্চ’ নাট্যসংস্থা। ইংরেজীতে Folktales of Mithila, এবং Gonu Jha of Mithila (Tales of wit and humour) প্রকাশিত। মৈথিলী উপন্যাস ‘ভারতীক বিলাড়ি’র ইংরেজী অনুবাদ করেছেন। । এনার এক দর্জন বই প্রকাশিত আছে। হায়দ্রাবাদের মিথিলা সাংস্কৃতিক পরিষদের ‘তিরহুত সাহিত্য অম্মান’ পেয়েছেন।