নারী জাতির জন্যেই পৃথিবীতে এত সুখ, দুঃখ, হতাশা, রোমাঞ্চ, সবমিলিয়ে জীবন এত রোমাঞ্চকর। আমরা পুরুষেরা শুধু রোমাঞ্চটাই দেখতে শিখেছি, অনুভব করতে শিখেছি। নারীর হতাশা, গ্লানি, দুঃখ, বেদনায় মর্যাদার দৃষ্টি দিতে শিখিনি। নারীর জীবনের অকিঞ্চিৎকর ঘটনাগুলোকেই চেষ্টা করেছি তুলে ধরার, গল্প আকারে।