বইটর প্রকাশ বন্ধে প্রকাশককে বহুবার চিঠি দেওয়া হায়েছে।
আস্তে আস্তে ঘুম ভাঙ্গে পৃথিবীর । শেষবারের মতো ডেকে ওঠে রাতপাখিরা । ঝোপেঝাড়ে ঝিঁঝিঁর ঐকতান ঢিমে হয়ে আসে । চম্পারাণী জেগে জেগে শোনে বেঁচে থাকার শব্দ । স্টেশন থেকে ছেড়ে যাওয়া ফাস্ট ট্রেনের হুইশল । দ্রুত পায়ে মানুষের হেঁটে যাওয়া । প্রভাত পাখিদের ঘুম ভাঙ্গা কণ্ঠের কলরব । চম্পারাণী বিছানায় উঠে বসে । তারপর মাথার দিকের জানালাটা হাট করে খুলে দেয় । উন্মত্ত পুরুষের মতো হামলে পড়ে ভোরের ঠাণ্ডা হাওয়া । অতি কষ্টে বিছানা থেকে নেমে দরজা খোলে চম্পারাণী । মনের সামান্য ইচ্ছায় যে শরীরটা একদিন হিন্দোলিত হয়ে উঠত, সেই শরীরটাই এখন আর মনকে