প্রিমিয়াম এই বুকে যা কিছু আপনি শিখবেন:
-সেলস ফানেল কি এবং কিভাবে ব্যাবহার হয় এবং আপনি কিভাবে ব্যাবহার করবেন
-অতিরিক্ত সেলস কিভাবে জেনারেট করা যায়
-বায়ারস জার্নি কিভাবে কাজ করে
-বড় বড় ব্র্যান্ডগুলোর সেলস ফানেল ফান্ডা
-ইনবাউন্ড মার্কেটিং
-সেল ক্লোজিং
-Fear of Missing Out (FOMO) কিভাবে কাজ করে
-Advocacy সম্পর্কে ব্যাপক ধারণা
আর আমি ইদানিং নিজের জন্য কিভাবে সেলস ফানেল ক্রিয়েট করি সেটাতো একেবারে এক্সপোজ ই করে দিয়েছি এই বইয়ে।