ধর্মের ও সমাজের মধ্যে বিজ্ঞানভিত্তিক সংষ্কার সাধন করে এক নতুন ধর্মীয় ও সামাজিক বিন্যাস করতে চেয়েছিলেন নিম্বার্ক সম্প্রদায়ের এক গবেষক সাধক ডক্টর প্রজ্ঞাদাস কাঠিয়া। শ্রীশ্রী প্রজ্ঞাদাস কাঠিয়া মহারাজ সন্ন্যাসী হয়েও বিজ্ঞানের সঙ্গে ধর্মের মেল-বন্ধনের কথা বলে এবং জাতিভেদপ্রথার নূতন ব্যাখ্যা দিয়ে ভারতীয় ধর্মীয় সমাজে এক নূতন দিগন্ত আনেন। তার গবেষণা গ্রন্থ “A Society in the thought of Marx and Nimbarka” নূতনভাবে সমাজচিন্তা ভবিষ্যতের সমাজতত্ববিদদের কাছে এক গবেষণার বিষয়।
এই গ্রন্থে সুস্থ সমাজ ও জীবন গঠনে ড. প্রজ্ঞাদাস কাঠিয়াবাবাজীর বাণী ও দর্শন বিশ্লেষণ করা হয়েছে, যা যে কোন মানুষের সুন্দর জীবন গঠনে সাহায্য করবে।