বাস খারাপ হয়ে যাওয়ায় একটা বাড়িতে আটকে পড়ে বাসের সবাই। তারা ট্রুথ এন্ড ডেয়ার খেলতে গিয়ে দেখে আদতে তারা একটা ফাঁদে পড়ে গেছে। মিথ্যে বললে বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না। এ গল্প সেটা নিয়েই
10.10.1985 তারিখে জন্মগ্রহণ করেন অভীক দত্ত একজন রাসায়নিক প্রকৌশলী এবং তিনি যখনই অবসর সময় পান তখনই লিখতে ভালোবাসেন। তার প্রথম বই ছিল এক কুড়ি গল্প, ২০০৭ সালে প্রকাশিত। পরে তিনি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখতে শুরু করেন এবং জনপ্রিয়তা পান।