ডাক বিভাগে চাকুরী করার সুবাদে কোলকাতা জিপিও-র বাড়ীটি আমাদের কাছে খুবই গর্বের কারণ এই বাড়ীর সাথে জড়িয়ে আছে ইতিহাস। সারা ভারতবর্ষব্যাপী আরও অনেক বাড়ী রয়েছে যেখানে ডাকঘর আছে এবং পাশাপাশি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, কিন্তু কোলকাতা জিপিও-র সাথে জড়িয়ে আছে নবাব সিরাজউদোল্লার নাম এবং তাঁর সাথে ইংরেজদের যুদ্ধের কাহিনী। যে যুদ্ধের কিছুদিন পরেই হয়েছিল পলাশীর যুদ্ধ এবং বনিকের মানদণ্ড, রাজদণ্ড হিসেবে দেখা দিয়েছিল। নবাবের সাথে ইংরেজদের সেটাই ছিল প্রথম যুদ্ধ যেখানে নবাব জয়লাভ করেছিলেন এবং ইংরেজরা পালিয়ে গিয়েছিল। এইরকম ইতিহাস আর অন্য কোনও বাড়ীর সাথে জড়িয়ে নেই, ফলে আমরা যারা ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলে চাকুরী করি তাদের কাছে কোলকাতা জিপিও যে কতখানি গর্বের তা লিখে বোঝানো মুশকিল।