পাগল কি মানুষ নয়? তার অনুভুতি নেই? সে চিন্তাভাবনা করার ক্ষমতা কি হারিয়ে ফেলে? পাগল শব্দের আভিধানিক অর্থ কিন্তু অন্য কথা বলে। আমরা হয়তো বদ্ধ পাগল আর পাগলের মধ্যে তফাৎ করতে পারিনা। মস্তিস্কের রোগ বা স্নায়ুঘটিত রোগ বলেই বোধহয় ভাবি যে পাগলের চিন্তা করার শক্তি নেই মানুষের মত। কিন্তু ন্যুনতম চিন্তাশক্তি যদি না থাকতো পাগলের মধ্যে তাহলে সে বেঁচে থাকতে পারতো না। বদ্ধ নয় তবে সাধারন একজন পাগলকে নিয়েই এই গল্প। আবার লেখকের পাগলামোও বলা যেতে পারে।