এক সাধারন মফস্বলের মেয়ে হয়েও এক গহীন অরণ্যের বিপদসংকুল এবং ঝুঁকিপূর্ণ অভিযান কে নিজের জীবনের শখ হিসেবে বেছে নেওয়ার দুঃসাহসিকতা দেখিয়েছিল মিনু..... এছাড়াও দেব দেবী দ্বারা রক্ষিত গুপ্তধন আর তা জিতে নেওয়ার মতো দুর্বৃত্তের উপস্থিতি তো আছেই.... গুলির শব্দ, বন্য প্রাণীর আর্তনাদ ও সমস্ত প্রকার বাধা কাটিয়ে মিনু কি শেষ পর্যন্ত ধাঁধার রহস্য ভেদ করতে পেরেছিল? উদ্ধার করতে পেরেছিল গুপ্তধন? এসব প্রশ্নের উত্তর পেতে আর এক টানটান উত্তেজনার সাক্ষী হতে মিনুর অ্যাডভেঞ্চার কিন্তু যে কোন সময়কেই উপভোগ্য করে তুলতে সক্ষম।