মুর্শিদাবাদ জেলার গৌরব বলতে আমরা শুধু বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদল্লা এবং সেই বাংলার রাজধানী লালবাগকেই বুঝি। জেলার আর এক অংশে অবস্থিত কর্ণসুবর্ণের স্থান সেখানে এক অতি সাধারন গ্রামের চেয়ে বেশী কিছু নয়। অথচ সেই কর্ণসুবর্ণেই লুকিয়ে আছে লালবাগের চেয়ে অনেক বেশী এবং অনেক গুরুত্বপূর্ণ দলিল। লালবাগের অনেক আগেই সেখানে ছিল গৌড় রাজ্য, যা আজকের দিনের আসাম, বাংলাদেশ, বিহার, উড়িষ্যা মিলিয়ে যে অঞ্চল, তার চেয়েও বেশী অঞ্চলকে বোঝায়। কারণ বর্তমানের মধ্যপ্রদেশ, ছত্তিসগড়–এর বেশ কিছু এলাকা গৌড়বঙ্গের মধ্যে ছিল বলে জানা যায়। খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীতে গৌড়বঙ্গ উৎকর্ষের চরম সীমায় পৌঁছেছিলো এবং তা আমার জেলা মুর্শিদাবাদকে কেন্দ্র করেই। কিন্তু সেই ইতিহাস কালের গর্ভে তলিয়ে গিয়েছে এবং কিছু উদ্ধার হাওয়া সত্ত্বেও কোন এক অজানা কারণে গুরুত্ব পায় না। যেটুকু উদ্ধার করতে পেরেছেন ঐতিহাসিকেরা, তা নিয়েই চর্চা করার চেষ্টা করেছি এই বইটিতে। তুলনামুলকভাবে আলোচনা করার জন্য সেই সময়ের প্রেক্ষাপটকেও ধরতে চেয়েছি বইটিতে।