সপ্তমী একজন স্বাধীনচেতা মা, একজন স্ট্রং মা। কাজের মেয়ের হয়েও দেখতো স্বপ্ন , করতো নিজেকে ভালো রাখার চিন্তা।,
তার স্বপ্নগুলো পূর্ণতা না পেলেও সে জানতো খুশি থাকার পথ .
আমাদের প্রত্যেকের জীবনে অনেক অসুবিধা থাকে যা কেউ মানিয়ে নিয়ে এগিয়ে যায় , কেউ মানাতে পারেনা।
কিন্তু ঠিক ভুল বিচার আমরা করতে কি পারি ?
আমরা নিজেরাও যা করি যেটা আমাদের মনে হয় ঠিক।