ভারতীয় সমাজ, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি কতটা সমৃদ্ধ হয়েছে? আমরা কতটুকু পেরেছি আমাদের প্রাচীন গৌরবকে পুনরুদ্ধার ও পুনর্গঠন করতে? যে ভারতবর্ষকে জগত সভার শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করার জন্য রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি, আমরা কি ভারতবর্ষকে সেই অভিমুখে অগ্ৰসর করতে পেরেছি? যে ভারতবর্ষ প্রাচীনকালে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, অর্থনীতি,সঙ্গীতে বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছিল—আজ স্বাধীনতার পঁচাত্তর বর্ষে তার অবস্থান ঠিক কোথায়? কেমন অবস্থা ভারতীয় সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি ও সমাজের? এই সমস্ত দিকগুলি নিয়ে সুচিন্তিত আলোচনা এবং গবেষণাধর্মী বিশ্লেষণের ও তথ্যপূর্ণ প্রবন্ধের সংকলন হল “ স্বাধীনতার পঁচাত্তর বর্ষে ভারতবর্ষ” শীর্ষক সম্পাদিত পুস্তকটি। পশ্চিমবঙ্গের বিভিন্ন মহাবিদ্যালয়ের অধ্যাপক মন্ডলীর সুচিন্তিত লেখনী দিয়ে পুস্তকটি বিন্যস্ত হয়েছে।