এটি ইউসেবিয়াসের লেখা “দ্য চার্চ হিস্ট্রি” – এর ইংরেজি থেকে বাংলা অনুবাদ। ইউসেবিয়াস চার্চের ইতিহাস বইটিতে দশটি খণ্ড লিখেছেন, আর এটি হল প্রথম ও দ্বিতীয় খণ্ড। আমি আশা করছি বাংলা ভাষায় অনুবাদিত এই পুস্তকটি অধ্যায়নের দ্বারা আপনি চার্চের ইতিহাস জানতে ও বুঝতে সক্ষম হবেন এবং খ্রীষ্টের প্রতি আপনার বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠবে।