অবসর জীবনে সময় কাটাতে আরও একখানি পুস্তক রচনা করলাম। এবারের পুস্তকে প্রবন্ধ ,মনীষীদের জীবনী ও ছোট ,স্বচ্ছ ,প্রেমের মধুর কাহিনী সন্নিবেশ করলাম । পাঠক পাঠিকাদের মনের জানালা খুলে যাক, আমার এই ক্ষুদ্র প্রয়াসে । "ত্রিনয়নী " প্রকাশ করলাম । পাঠক পাঠিকাদের মনোরঞ্জন হলে আমার শ্রম সার্থক মনে করব ।