বইটিতে স্থান পাওয়া তিনটি উপন্যাসেরই মূল বিষয় নারী পুরুষের সম্পর্ক আর সামাজিক মূল্যবোধের টানাপোড়েন । ‘তুমি রবে নীরবে’- এ স্থান পাওয়া তিনটি উপন্যাস ‘তুমি রবে নীরবে’, ‘তোমার অসীমে’ আর ‘দুষ্টু মিষ্টি প্রেম’ আগে প্রতিলিপি অ্যাপ এ ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছে এবং হাজারো পাঠকবৃন্দের প্রশংসা পেয়েছে ।