Migration-এর আভিধানিক অর্থ অভিপ্রয়াণ, কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে একস্থান থেকে অন্যস্থানে যাওয়াকেই বলে অভিপ্রয়াণ। কিন্তু বানানটি এখানে লক্ষ করার মতো। প্রয়াণ মানে তো মৃত্যু। তাহলে কি ধরে নেওয়াই হচ্ছে যে, প্রাণীকুল একস্থান থেকে অন্যস্থানে গেলে মৃত্যু অবধারিত? আবার "অভি" কথার অর্থ "সাদৃশ্য" হয় এবং "সমীপ" হয়। অর্থাৎ মৃত্যু-সদৃশ বা মৃত্যু-সমীপ। মানুষের মনের হদিশ যদি আমরা করতে পারতাম তাহলে অর্থটি একশো শতাংশ সত্যি বলেই পরিগণিত হতো।