দুই প্রজন্মের মেলবন্ধনের এক অপূর্ব কাহিনী ‘বাবা আমার’। পিতা-পুত্রের ভালবাসার উদাহরণ এই পৃথিবীতে বিরল নয়। কিন্তু সেই ভালবাসা অনুভূতির পরতে পরতে যখন এক অন্তহীন কুয়াশার মত নিঃশব্দে ছড়িয়ে পড়ে, স্মৃতিরা তখন মুছে যায়না, শিশিরের মত টুপটাপ ঝরে পড়ে এ বইএর পাতায় পাতায়। লেখকের আর্তি আমাদের বার বার মনে করিয়ে দেয় জন্ম, মৃত্যু, জীবন, বিবর্তনের ফারাক দুই প্রজন্মের মাঝে পাহাড় সৃষ্টি করেনা, বরং বন্ধুর মত হাত বাড়িয়ে দেয়। ‘বাবা আমার’ কোন বিশাল মাপের উপন্যাস নয় যেখানে মন পা