অবনী ভূষণ পাল দেশভাগের অব্যবহিত আগে সরকারী চাকরিতে অপশন দিয়ে পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন। তিনি তাঁর সংগ্রামময় জীববনের বিবরণ লিপিবদ্ধ করে গিয়েছেন। ছিন্নমূল একটা পরিবারের দেশভাগের পূর্ববর্তী অবস্থা এবং দেশভাগের পরবর্তী সময়ের জীবন সংগ্রামের চিত্র হিসাবে এই বইটির ঐতিহাসিক মূল্য অপরিসীম।