ব্লগে বিভিন্ন সময়ের লেখাগুলো একত্রিত করা হয়েছে এই বইটিতে। বিষয়ের বৈচিত্রে ভরপুর এবং কিছু হাল্কা বিষয়ও আছে। আবার কিছু প্রাসঙ্গিক এবং বেদনাদায়ক বিষয়ও রয়েছে বইটিতে।
সাধারন মধ্যবিত্ত পরিবারে সাহিত্য চর্চার যে অভ্যাস বাঙালির ঘরে ঘরে বিদ্যমান, সেই ধারাকেই এগিয়ে নিয়ে চলেছি। দিনগত পাপক্ষয় না করে বাঙালির আড্ডা আর সাহিত্যচর্চার ধারাকে হাল্কাভাবে দেখার যে প্রয়াস তার বিরুদ্ধে বাঙালি চিরকালই তাচ্ছিল্য বা উপেক্ষা করেছে, সেই দলেরই একজন সদস্য আমি।