সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কর্মভূমি, বারুইপুর থেকে এবারের যাত্রা ইতিহাস বৈচিত্র্যে ভরা শ্রীরামপুর। বেশ লাগছিল সাগরদ্বীপ, সুন্দরবন এলাকা। স্থানীয় লোকদের কথায়, "নোনা মাটি, মিঠে জল"। কিন্তু উপভোগ করা আর বেশী দিন হলো না। তবে ইতিহাসের দিক থেকে তুলনা করলে বারুইপুরের থেকে শ্রীরামপুর তথা হুগলী জেলা অনেক অনেক বেশী ইতিহাস-সম্পৃক্ত জায়গা। কি নেই সেখানে, ব্রিটিশ, ওলন্দাজ, ফরাসী থেকে ডেনিশ, সমস্ত উপনিবেশের চিহ্ন রয়ে গেছে হুগলী জেলায়। একই জেলায় এত উপনিবেশ ভারতবর্ষ বা পৃথিবীর কোথাও হয়েছে কিনা সন্দেহ। এ যেনো সেই, "একই অঙ্গে এত রূপ, দেখিনি তো আগে"। ইতিহাসের প্রতি আমার অনুরাগ এই বয়সে এসে যেনো এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। স্থানীয় সংস্কৃতি, ইতিহাস যাদের কাছে লোভনীয় এবং চেষ্টা করেন, যখন যেখানে চাকুরী সূত্রে বা অন্য কোনো কারণে গিয়েছেন সেখানকার সংস্কৃতি, ইতিহাসে নিজেকে সম্পৃক্ত করতে, তাদের কাছে হুগলী জেলায় বদলি ঈশ্বরের অনুকম্পা বা আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়।