ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ। এই কৃষিকর্মের উপর 65% মানুষ নির্ভরশীল। আমাদের দেশে রয়েছে উন্নতমানের কৃষি শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি গবেষণা কেন্দ্র এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র। এই কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রধান কাজ উন্নত কৃষি প্রযুক্তির সম্প্রসারণ। "উত্তরবঙ্গের চাষবাস" মূলত উন্নত চাষপদ্ধতি এবং তার সম্প্রসারণের উপর ভিত্তি করে লেখা। বইটির পরিপূর্ণতা লাভ করেছে কৃষি বিষয়ে অভিজ্ঞ বিজ্ঞানীদের তথ্য নিয়ে। প্রধানত উন্নত চাষ পদ্ধতি এবং গ্রামীণ যুবক যুবতীদের স্বনির্ভরতার উপর লক্ষ্য রেখে বইটি তৈরি। এই বইটির সর্বিক সার্থকতা নির্ভর করছে কৃষক ভাইবোন, গ্রামের যুবক যুবতী এবং সর্বোপরি এক পরিবেশ বান্ধব চাষবাসের উপর। আশা রাখছি " উত্তরবঙ্গের চাষবাস" কৃষক ভাইবোনদের এবং গ্রামের যুবক যুবতীদের এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।