স্বামী বিবেকানন্দের কন্ঠে উচ্চারিত বাণীর অন্তর্নিহিত উত্তাপ ও স্পন্দন স্থান কালের গণ্ডি ছাড়িয়ে পৃথিবীর সর্বত্র মানুষকে স্পর্শ করেছে। তাঁর বাণী ও রচনা গ্রন্থের বিভিন্ন খন্ডে প্রকাশিত নানান প্রবন্ধ, চিঠিপত্র ও বক্তৃতা বলী থেকে আজও আমরা সেই মহার্ঘ অমৃতের আস্বাদন করে চলেছি। এই বিপুল রচনা সম্ভার থেকে তরুণ শিক্ষার্থীদের জীবন গঠনের উপযোগী ১০টি ছোট গল্প ও ১০০টি অমূল্য বাণী এই পুস্তক খন্ডে সংকলিত হলো। ভবিষ্যতের যুব সম্প্রদায় এর থেকে সামান্যতম উপকৃত হলে আমাদের প্রয়াস সার্থক হবে।