"টম সয়ারের দুঃসাহসিক অভিযান"
মার্ক টোয়েন স্যারের সবচেয়ে আলোচিত বিখ্যাত চরিত্র টম সয়ার,বই "দ্য আ্যাডভেঞ্চার অব টম সয়ার" - আমার পড়া অন্যতম সেরা এডভেঞ্চার বই। টমের ছোটোবেলার দুরন্তপনা, দস্যুর হাত থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া কিংবা টম-হাকল- জো এর এডভেঞ্চার দল তৈরি সবকিছুতেই যেনো একটা মোহনীয় ভাব আছে। বইটা অন্তত একবার যে পড়বে, সে বইটা আরো কতোবার যে পড়বে তার ইয়ন্তা নেই। তাই বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য ইংরেজি থেকে বাংলায় বইটি অনুবাদ করতে পেরে আমি আনন্দিত।