You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palএই পুস্তকটি শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য লিখিত তা নয় ৷ যে কোন বয়সের মানুষ, যারা নানা কারণে অঙ্ক শিখে উঠতে পারেননি তারা এই পুস্তকটি থেকে নতুন পদ্ধতিতে অঙ্ক শিখতে পারেন৷ শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক-অভিভাবিকা গণ বইটি থেকে প্রভূত উপকৃত হবেন এই বিষয়ে সন্দেহ নেই ৷ অঙ্কের চারটি স্তম্ভ - যোগ- বিয়োগ-গুণ-ভাগ অত্যন্ত সহজ পদ্ধতিতে শেখানো হয়েছে ৷ এছাড়াও সহজ পদ্ধতিতে বর্গমূল, লসাগু, গসাগু, ভগ্নাংশের এবং দশমিকের যোগ ,বিয়োগ, গুণ ও ভাগ শেখানো হয়েছে ৷ অঙ্ক প্রেমিদের বইটি অবশ্যই ভালো লাগবে। পাঠ্যসূচীর বই হিসাবে মূলতঃ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য লিখিত ৷ তবে আবারও বলছি যে কোন বয়সের বাংলা ভাষাভাষি মানুষ এই বই থেকে অঙ্ক শিখতে পারেন ৷ সকলকে অনুরোধ 'লেখকের নিবেদন ' এবং অন্যান্য লেখাগুলি ভাল করে পড়ে তারপর শিশুদের হাতে তুলে দিন।
It looks like you’ve already submitted a review for this book.
Delete your review
Your review will be permanently removed from this book.Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.অমিতাভ
পরিব্রাজক সন্ন্যাসী স্বামী অমিতাভ আনন্দ জী মহারাজ বেশ কয়েক বছর ধরেই নর্মদা তীরে তপস্যারত। শিব জ্ঞানে জীবসেবার ব্রতধারী মহারাজ শিশুদের কল্যাণে বিশেষভাবে সচেষ্ট। এর আগেও তিনি শিশুদের সহজ পদ্ধতিতে নামতা শেখানোর জন্য 'এসো দেখি নামতা শিখি ' পুস্তকটি প্রণয়ন করে শিশুদের অশেষ কল্যাণ করেছেন ৷ পুস্তকটি নিজ হাতে ইংরেজীতে অনুবাদ করে প্রকাশও করেছেন Easy Multiplication Table নামে ৷ তা সমগ্র দেশ জুড়ে এবং Best Multiplication Table নামে সমগ্র বিশ্ব জুড়ে বিক্রিও হচ্ছে ৷ সেই ধারা অক্ষুণ্ণ রেখেই তিনি বাংলা ভাষাভাষী শিশুদের জন্য লিখে ফেলেছেন 'এসো দেখি অঙ্ক শিখি' ৷ অঙ্ক শেখার এ এক অনন্য বই ৷ প্রতিটি পৃষ্ঠাই তাঁর সূদৃঢ় পরিশ্রমের সুস্পষ্ট সাক্ষী বহন করছে । পুস্তক নয় -এটি একটি সাধনালব্ধ গবেষণাপত্র ৷ ভাষা অত্যন্ত সহজ ৷ শিক্ষক বা অভিভাবকের সাহায্য ছাডাই অঙ্ক শেখা যাবে এই বইটি থেকে ৷ কাজেই বইটি অবশ্যপাঠ্য এবং সংগ্রহে রাখার মত ৷ সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল লেখক অঙ্কে কাঁচা সব বয়সের মানুষের জন্য পুস্তকটি প্রণয়ন করেছেন ৷ এমনকী মা-বাবা রা এই পুস্তকটি থেকে অঙ্ক শিখে শিশুদের শেখাতে পারেন ৷ আমরা লেখকের কাছ থেকে এইরকম আরও পুস্তক প্রত্যাশা করছি ৷ তাঁর প্রতি আমাদের প্রত্যাশা বেড়ে গেছে ৷ আমরা আশা করছি বইটি বাংলায় লিখিত অঙ্ক বইয়ের ইতিহাসে অনন্য নজির হয়ে থাকবে ৷ আমরা এই গণিতবিদ সন্ন্যাসীর দীর্ঘায়ু কামনা করি ৷
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.