মাথায় যা কিছু চিন্তা আসে সেসব নিয়েই ভাবতে ভাবতে একটা জায়গায় লিখে রাখার চেষ্টা করি। সেইগুলোই ধীরে ধীরে গল্পের আকার নেয়। লিখতে থাকি, ভালোই লাগে লিখতে। কোনো গল্প হয়তো ভালো হয়, কোনোটা হয়না। আবার নিজের ভালো লাগলেই যে পাঠকের ভালো লাগবে তাও নয়। এইসব নিয়েই সাদামাটাভাবে কেটে যাচ্ছে দিনগুলো, তাই মাঝে মাঝে বিদ্রোহের কথা, বিপ্লবের কথা ভাবতে ভালোই লাগে। আজ লেনিনের মৃত্যুর শতবর্ষ, ২১ শে জানুয়ারী, তাই বোধহয় বিপ্লবের কথা আরও বেশী করে মনে আসছে। দারিদ্রতার অভিশাপ থেকে দরিদ্রদের মুক্তি দিতে প্রলেতিয়ারেতকেই ক্ষমতায় বসিয়ে দেওয়ার চিন্তা পৃথিবীবাসী বইয়ের মধ্যে দেখে থাকলেও বাস্তবে দেখতে যায়নি লেনিনের আগে। ভারতবর্ষের মাটিতে দারিদ্রতার সাথে লড়াইয়ে, গরীবদের পাশে দাঁড়ানোর চেষ্টা যারা করেছেন যুগে যুগে, তাদেরকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস উৎসর্গ করলাম।