মনের গহীন অরন্যে জমে থাকা কথা প্রকাশের সহজ পথ হল কবিতা। অবসরের আলস্যে সেই জমে থাকা কথাগুলো যখন মন থেকে মস্তিষ্ক হয়ে ঠোঁটের ডগায় এসে ভিড় জমায়, তখন পেন নিয়ে বসে পড়াই বুদ্ধিমানের কাজ। খেরোর খাতায় টুকে রাখা সেই কবিতাগুলো নিয়েই এই সংকলন। পাঠকের ভালো লাগলে অবসরযাপন ধন্য হবে।