করোনাকালের শিক্ষাব্যাবস্থা মানবসমাজের কাছে এক অভিশাপ হিসেবেই দেখা দিয়েছে। ছাত্রছাত্রী, অভিভাবককুল এবং শিক্ষককুল দিগভ্রান্ত। কোনদিকে আমরা চলেছি, জানিনা, ভবিষ্যৎ কি, তাও জানিনা। বর্তমানের এই অবস্থাকেই তুলে ধরার চেষ্টা করেছি নাটকের মাধ্যমে। পাঠকের যদি ভালো লাগে, নিজেকে ধন্য মনে করবো।