রৌদ্র ছায়া নানা বর্ণের কাব্য কুসুমে গাঁথা এক খানি মালা । সুরভী ছড়াবে সবার হৃদয়ের দেবালয়ে ।
বহু রূপে বহু ভাবে নতুন উপলব্ধির বইয়ে দেবে দুকূল ছাপানো জোয়ার । মুক্ত বিহঙ্গের মত ডানা মেলে উড়বে রৌদ্র উজ্জ্বল অনন্ত মহা আকাশে । শ্রান্ত হয়ে বসবে নিস্তব্ধ নিবিড় বন ছায়ায় ।