বইটিতে আছে প্রতিবাদের ভাষা, নারী অবমাননার কথা, বিখ্যাত মনীষীদের কথা আর যুব সমাজের স্বপ্নের কথা, ভালোবাসার কথা, সঙ্গে রয়েছে বেদনার মূর্ছনা.. কবি বিক্রম দত্ত বর্তমান যুগের এক প্রতিষ্ঠিত কবি, তাইতো শিল্পীরা তার কবিতা কণ্ঠে তুলে নেবার জন্যে থাকে উন্মুখ, সত্যকে মিথ্যের মুখোশ পরিয়ে পাঠকদের ভূল পথে চালিত করা তার উদ্দেশ্য নয়, সততার সহিত তার সৃষ্টি সম্ভার বাড়িয়ে চলেছেন .. একটা কথা আছে কবিতা, গল্প ও গান যদি মনকে ছুঁয়ে যায় তবে হাত বাড়িয়ে নাকি বিশ্বকে ছোঁয়া যায়.. সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটবে কিনা তা বিচার করার দায়িত্ব পাঠক আপনাদের, কাব্যগ্রন্থটি আপনাদের কতটা সমৃদ্ধ করবে আপনাদের কতটা আলোর পথে চালিত করবে, আপনাদের মনে পূর্ণতার প্রদীপ শিখা কতোটা জ্বালাবে তা বিচারের দায়িত্ব আপনাদের...