সমুদ্রসম বাংলা কবিতা ভান্ডার পরিপূর্ণ হয়েছে যুগ যুগ ধরে ক্রমাগত বিভিন্ন কবির আগমনে l লেখনীর বিভিন্ন ধারা প্রতিফলিত হয়েছে তাদের কবিতায় l বিমূর্ত কখনো বা মূর্ত চিত্রপট তুলে ধরেছেন তাদের কবিতার মাধ্যমে, তাদের কাব্যগ্রন্থে l কে ছোট আর কেইবা বড়ো তা বিচার করার দায়িত্ব পাঠক বন্ধুদের ,তবে আমি একটা কথাই বলবো সৃষ্টির কোনো বিকল্প হয়না ,আনন্দরস ও বাস্তবতা উপলব্ধি করানোই স্রষ্টাদের উদ্দেশ্য l কবি বিক্রম দত্ত বর্তমান যুগের এক পরিচিত কবি ,যার বিভিন্ন কবিতা বাচিক শিল্পীরা কন্ঠে ধারণ করে চলেছে তার লেখনীর শুরু থেকে আজ পর্যন্ত,তার কবিতা মানব মনে স্থান করে নিয়েছে পূর্বের দুটো কাব্যগ্রন্থ “এক পৃথিবী ভালোবাসা” ও “হোক প্রতিবাদ” কাব্যগ্রন্থের মাধ্যমে l এটি তার তৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ l আমরা পূর্বেও দেখেছি তার কবিতায় প্রতিফলিত হয়েছে সাধারণ মানুষের কথা ,ভালোবাসা ,উত্থান পতন ও জীবন যন্ত্রণার ছবি ..
কবিরূপে বিক্রম দত্ত কতটা স্বার্থক তা বিচার করবে আগামী ,তবে পাঠক বন্ধুদের যদি হৃদয় ছুঁতে পারে এই কাব্যগ্রন্থটি সেটাই হবে তার শ্রেষ্ঠ পুরস্কার....