জীবনে কোনোদিন আশাও করিনি যে, নিজের রচিত গ্রন্থের জন্য কখনও ভূমিকা লিখবো! নিজের প্রণীত কোনো গ্রন্থের ভূমিকা লেখা যেমন আমার কাছে একটি আকস্মিক ঘটনা, তেমনই গ্রন্থটির সৃষ্টিও খুবই অপ্রত্যাশিত। গ্রন্থটি লেখার সময় মনে হচ্ছিল সৃজনশীলতার লেলিহান শিখা যেন গ্রাস করছিল সময়কে। তাই একরকমের হঠকারিতার মধ্যেই গ্রন্থটি লেখার কাজ সমাপ্ত করতে হলো। গ্রন্থটির বিষয়ধর্মীতা নির্ণয়ের দায়িত্ব পাঠকদের উপরই ন্যস্ত করলাম। তবে, এটুকু আশা করে বলতে পারি, বর্তমান বাংলা সাহিত্যের ধাঁচে গ্রন্থটি রচিত। তাই, গ্রন্থটি রচনার ক্ষেত্রে পাশ্চাত্য শব্দের প্রয়োগে নিজেরই কিঞ্চিত মনক্ষুন্নয়ন হয়েছে কিছু কিছু সময়ে।