অরবিন্দ সরকার
( আন্তর্জাতিক স্বভাব কবি )
নিবাস মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত জীবন্তির কাছে ভাটরা নামক গ্রামে । উচ্চবিত্ত পরিবারে জন্ম । বাবা অশ্বিনী সরকার, জোতদার শ্রেণীর লোক । পাঁচ ভাই ও এক বোন । সকলেই উচ্চশিক্ষিত ও শিক্ষক ।
পড়াশোনা- প্রাথমিক- বাগোড় নিম্ন বুনিয়াদি বিদ্যালয়,
উচ্চ মাধ্যমিক- অমৃতকুণ্ড কৃষ্ণ কামিনী বিদ্যামন্দির,
কলেজ- বহরমপুর কৃষ্ণ নাথ কলেজ।
বি,এড্- ইউনিয়ন ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজ, বহরমপুর, মুর্শিদাবাদ ।
শিক্ষকতা- রাজখণ্ড হাইস্কুল, নবগ্রাম, মুর্শিদাবাদ ।
অ থেকে হ পর্যন্ত অক্ষর দিয়ে আদ্যাক্ষর কবিতার স্রষ্টা কবি, অক্ষর সিঁড়ি কবিতার স্রষ্টা কবি । গল্প, কবিতা, সনেট, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ লেখালেখি । এপর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১০ ।
দেশ বিদেশের বহু পত্র পত্রিকার লেখালেখি ও সহস্রাধিক শংসাপত্র প্রাপ্তি । জেলায় আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতায় বিচারক । বর্তমানে দৈহিক অকর্মণ্য স্পন্ডিলাইটিস রোগী, শুয়ে শুয়ে মোবাইলে কষ্ট করে লেখালেখি সাহিত্যকে ভালোবেসে ।