ধূলোর গান গ্রন্থে ১৪০ খানা গান আছে। এই গ্রন্থে বিভিন্ন প্রকারের গানের মধ্যে লোকগীতি, বাউল, আধুনিক গান, বৈষ্ণব সংগীত এবং মাতৃ সাধনার বিভিন্ন গান অর্থাৎ শ্যামা সংগীত সহ বিভিন্ন স্বাদের মাটির গান যা সকলের মনকে স্পর্শ করবে । সহজ সরল কথার আড়ালে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি এর মধ্যে পাওয়া যায়।অনুভূতিশীল মানুষের কাছে আবেদন রাখবে বলে আমাদের বিশ্বাস।