চল্লিশ জন আধুনিক কবির নির্বাচিত রচনা নিয়ে প্রকাশিত হয়েছে আমাদের প্রথম কবিতা সঙ্কলন - 'এক পা কবিতা, দু পা গল্প'। কবিতার বিষয়বস্তু গল্প। সম্পাদনা করেছেন - নন্দিনী সেনগুপ্ত প্রচ্ছদ শিল্পী - নীলাঞ্জন চক্রবর্তী
'ও কলকাতা' একটি আন্তর্জাতিক বাংলা ডিজিটাল প্লাটফর্ম যা আধুনিক বাংলা সাহিত্যকে বিশ্বের মঞ্চে প্রকাশ করে। ২০১২ সালে তৈরি হওয়া এই প্লাটফর্মটি ২০১৯ এ তৈরি করে প্রথম প্লাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বাংলা মোবাইল অ্যাপ। ২০২২ এ শুরু হয়েছে আন্তর্জাতিক প্রিন্ট প্রকাশন।