আমার এই কবিতার সংকলন সেই কোন এক যুগের এক বিরহের কাহিনী। সেই বিরহকে জয় করার কাহিনী। এখানে-সেখানে ছড়ানো সেই কবিতার মলিন পৃষ্ঠাগুলো দেখি আমার মুখাপেক্ষী হয়ে তাকিয়ে আছে বছরের পর বছর ধরে। তিন বার বাড়ি বদল, দেশ বদলের সময়ে স্যুটকেসের কোনো এক কোণায় কবিতাগুলো ভরে নিয়ে চলেছি। ফেলতে পারিনি কোনদিনই সেই হৃদয়াঘাতের ১৯৮৬-র রব। যত্তসব!
এই কবিতাগুলো ১৯৮৬ থেকে রচনা। পড়লে মনে হতে পারে, আরে এ তো বিদ্যাপতির যুগের কবিতা! আসলে আমাদের সময় এতো বাংলা কবির সংস্পর্শে আসা হয়নি। রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ আর শরৎচন্দ্রের বাইরে যেতেই পারিনি। তাই কবিতাগুলোতে সেই আস্বাদেরই পুর্ণ ছাপ।