কবিতর্ক নাম শুনেছি আমরা। কবিতর্ক কয়জন করি? সেই ছোটবেলাতে শুনতাম কবিয়ালী গান বা কবিতর্কের কথা। তাই বেশ কয়েক বছর ধরে কবিতার লড়াই খেলতাম ফেসবুকে। সেখানে কবিদের কবিতার ছন্দে তর্ক করতে হবে বলে নিয়মাবলী দিয়ে খেলা শুরু করি এবং কবিতর্ক করতে করতে যে কবিতার সৃষ্টি হয়, তা যৌথ কবির নামেই যৌথ কবিতার নামকরণ করা হয় এবং অবশেষে কবিতর্ক নামে যৌথকবিতার যৌথ কবিতা সংকলনের জন্ম হয়। এটি প্রথম খণ্ড। আগামীতে আরো পাঠক বন্ধুদের জন্য চমক থাকবে।